জীবন যুদ্ধে
~~~~~~~~


আদিম হাসির আগুনে পুড়ছে সময়
গড়ায় দুপুর শূন্য ঘরেরই কোণে ।
সুখ-পাখিদের বিদায়ের কতো গল্প
স্তব্ধ বেলায় রণ তবু জাগে মনে।


হিংসায় ভরা জীবনের সাতকাহনে  
আকাশ ছুঁয়েছে চাঁদের জোছনাবাড়ি।
অজানা বন্দি  জীবনের ব্যাকরণে
হীনতা হারায় সত্যেরে দিয়ে আড়ি।


একঘেয়ে লাগে দামামার মূর্ছনা
আয়নায় দেখি জলছবি একাকীত্মের।
বাঁচার পথেরা জীবন-যুদ্ধে হারে
আঁধারের পথ গোত্রহীন অনিত্যের।


ঝড় তবু এলো অঝোরে ঝরাবে বলেই
জানলার কাঁচে ঝাপসা প্রেমের আলো ।
বাঁচার তাগিদে তখনও  হয়নি যে বলা
বেঁচে শত মরা’র একটি মৃত্যু ভালো ।