চলি অনেকটা পথ ফাগুন হাওয়ার সাথে
সবুজ স্বপ্নে সাজাই নক্সী কাঁথার মাঠ ।
আমি জল-রঙেতে আলপনা দিই সাঁঝে
করি রাত উজালা জ্বালিয়ে মনের কাঠ।


মন্দ-ভালোর দ্বন্দ্ব পোহাই মনে
অতুল বিস্ময়-মালা পরাই শূন্যতারে ।
আজব দুচোখ পূর্ণতারেই খোঁজে
বুকে লালন ফকির সুর তুলে মন কাড়ে।


জীবন লড়াই শেষে ভাসাই সোনার তরী
মুঠোয় পুরি হারা-জেতায় বোনা গল্প ।
মিঠে  ইচ্ছেরা সব সাজায় বাসর মনে
বলে বাসরে ভালো, বাসরে না হয় অল্প !
*********************