পড়ন্ত বেলার সোনালী সে রোদে
খোলা চুল পিঠে ফেলে
মিষ্টি-সুখের ছেলেবেলা হাসে
আকাশের নীলে খেলে।


আগুন-সূর্য আকাশ-নীলে  
ইচ্ছেরা দেয় হানা  
মেঘের মেলায় রঙের বাহার
স্বপ্নেরা মেলে ডানা।


সাঁঝের আলো ঘনায় কালো
পাখিদের নীড়ে ফেরা
খেয়ালি মনের ব্যথার শ্রাবণে
অঝোরে বরষে ধারা।


বর্ষা মনেতে বর্ষা অসীমে
আষাঢ়ে শ্রাবণে মেতে
ছেলেবেলা বাঁচে মনের কোণেতে
জীবনের পথে যেতে।


মন্দ- ভালো সহজ কঠিন
দুঃখ সুখেতে ভরি  
আশায় বাঁধি আঁচলে ভরসা  
অমূল্য মাধুকরী !


~~~~~~~~~~~
      ~জবা চৌধুরী