কাব্য-মাটির মেঘের বাড়ি
শুধু তারই লয় নেই, ক্ষয় নেই,
আসা যাওয়ার গল্পগুলো সব থরে থরে সাজানো
হঠাৎ আসা বৃষ্টি মনে এনে দেয় কল্পনার ভরপুর স্বাধীনতা
প্রেমের রোগ-না-সারা ব্যর্থ মন আবার জেগে ওঠে।


গ্রীষ্ম আজও মেঘলা দিনের একলা মনকে ওড়ায়
বুকে চেপে রেখে ছাইমাখা শুকনো শোক,
দাবদাহে পুড়ে পুরনো হাসিরা মরে বারবার --
মুখফুটে বলা হয় না ভালোবাসার কথা।


ঈশ্বরী সে-ই কালো হরিণ-চোখের কৃষ্ণকলি
এখনও কি তোমায় ডাকে মনের গভীরে?
ফুরিয়ে যাওয়া সময়ের পিছুডাক এড়িয়ে
হয়তো চোখ তুলে তাকাও তুমিও গ্রীষ্মের আকাশে l


বাঁচার তাড়ায় সবাই হারায় রোজনামচার পুতুলনাচে।
আবাদি ঘরের দাওয়ায় শুধু
                 ময়ূর পেখম মেলে আল্পনায়।