আমি সুখের গান গাই
একতারাতে খুঁজে ফিরি
সুরের ঘরের গহীন ঠাঁই !


পা রাখি মন-তরীর বুকে
তীরে দেখি ভাঙা নাও
মনের কোণের সুখপাখি তাই
মন ছেড়ে আজ হয় উধাও।


জীবন দিলে ছুটি
মায়ার বাঁধন ছিন্ন করে
অচিন ডাঙায় ছুটি l


ক্ষোভ থেকে যাক মনের ঘরে
ক্লান্ত শরীর বিদায় চায়।
যাক না ঘুচে পাওনা-দেনা
জীবন যখন কঠিন দায়।


যদি আবার ফিরে আসি
একতারাটি বাজিয়ে আমি
খুঁজে নেবো সুরের ঠাঁই।


আমি সুখের গান গাই ll