জীবনের নানা রঙে মাতা রঙ লাল
সেই রঙে জেগে উঠি দেখি দিনকাল
তারপর কতো রঙ কতো ভাব খেলে
অন্তরে লাল আভা জ্যোতি দেয় মেলে
খোপে খোপে কতো রঙ কতো সাজ তার
যেমনটা মন নাচে সঙ বিস্তার
আয়ুভেদে রূপভেদে স্থান কাল সনে  
জীবনটা সেজে চলে গোটা কায়মনে l


তবু আসে বিচ্যুতি জীবনের মাঝে
রঙ নিয়ে হোরিখেলা সকালে ও সাঁঝে
যে লালে জীবন খেলে নাশে সেই লাল  
হানাহানি কাটাকাটি কুচক্র জাল
ছোপ ছোপ লাল রঙে ক্যানভাস লাল
মানুষের কালো হাত ভাঙে দিনকাল l