চিতাকাঠ ভেঙে দেয় রাগ অহঙ্কার
শীত গ্রীষ্ম বর্ষা ভেঙে আবহবিকার
অঙ্কুরিত শিশু ভালোবাসা আদরের
পায়ে পায়ে পথ চলা আশ্রয় চাদরের


দুনিয়ার পাঠশালায় বর্ণ বিভ্রম  
তর্জন গর্জন গ্রহণ বর্জন অর্জন
শীর্ষদেশ অভিমুখ অভ্যাস অভিযান
জাতি ধর্ম নির্বিশেষ শেষ পথ জ্ঞান


আঁধারের পথে আলোকের রথে
ইতিহাস হেঁটে যায় চক্রাকার তটে
গাছে গাছে ফোটে ফুল ফল কতো
ভুল ঠিক সব পালা বদলায় অবিরত


সব ভুল ঠিক শেষে শেষ পথে এসে
রাগ অহং বাকি সব এক হয়ে মেশে