মানুষ পুতের শীতের সময় কতো শীতের পোশাক
ভূতের বেলায় একটিও নয় কেমন আজব হিসাব !  
আবার বলে শীতটা নাকি কামড়টা দেয় হাড়ে
মাংসে থাকে চর্বি কিছু সেই তো শীতকে মারে ।
মানুষ পুতের হাড়ের ওপর মাংস প্রলেপ থাকে
তার ওপরে চর্বি দিয়ে শীতকে চেপে রাখে
তবু তো সে গায়ের ওপর পোশাক খালি চড়ায়
সেই মানুষই নিজের দয়ার করে বেড়ায় বড়াই।  


কিন্তু ভাবো ভূতের পুতের হাড়টুকু সম্বল
চিতাতে বা মাটির গোরে মাংস ধুয়ে জল
তবু শীতে ন্যাংটো ঘোরে সুতাও জোটে নাকো
তোমরা যে সব মানুষগুলো শরীর ঢেকে রাখো !
একটু দয়া করো ভূতে তোমারই বংশজ  
তাঁদের জন্য করো কিছু তোমারই অগ্রজ।
উলের চাদর ও সোয়েটার দাও গো ভূতের পোনায়
বিশ্বাসে যে মিলে বস্তু তর্কে আজব শোনায় l


** কৃশানু বাহান্ন বর্ষ শারদীয়া ১৪২৬ এ প্রকাশিত, পৃষ্ঠা - ৭৭