গভীর গহন আঁধার যখন ঘিরে থাকে চারিদিক
ক্ষীন এক আলো আভাসম দ্যুতি চমকিত সমধিক  
তার রোশনাই পথটা দেখায় রঙিন আশার আলো
দিক্ নির্নয় নিশ্চিত করে চলো সম্মুখে চলো
দৃপ্ত চলন চোখ সম্মুখে উত্থিত ধ্বজা ধরে
জীবনের গান গেয়ে চলে সেনা বিজয়ের পথ ধরে l
সবুজের থেকে জীবনের শুরু তারপরে কতো রঙ
যতো পথ চলা যতো কথা বলা যতো তার নানা সঙ
সাহসের রঙ বীরভূমি যতো গেরুয়া হলুদ বেশ
বৃথা নয় কোনো প্রেমগাথা বুলি ভালোবাসা নয় শেষ l
লক্ষ্য নিশান সুনিপুন ধ্যান এক দিকে থাকে চোখ
সেই পথ টানে দ্রুতগামী যানে পথ পায় ভৈরব l


ঋজু দেহখানা টেনে নিয়ে যায় পার হয় সীমা যতো
আঁধার সকল পিছু চলে যায় আলোপথ সমাগত l