যা দেখি সব নিজের রঙে
ব্যাখ্যা ইচ্ছেমতো
পক্ষে এলে সাধু সাধু
উল্টোপক্ষে গুঁতো l


একই ধরণ একই গড়ন
চলন বলন সব
কূটকাচালি যুক্তি এঁটে  
বাঁচাই নিজের ধড় l


ওদের সবই মন্দ বড়ো
ভালো কিছু নাই তো
ভালোর ভালো পেতে হলে
এদিকে সব আয় তো l


হুক্কা হুয়া রব তুলে সব
পিঠটা দিব চাপড়ে
সামলে নিব উথাল পাথাল
ব্যর্থ হলে বাপরে !


শক্তি থাকলে ভাঙব মাথা
পড়বো আবার পায়ে
যখন যেমন তখন তেমন
সেয়ানা নিজ গাঁয়ে l


যুগ বদলে পাল্টে যাবো
মৃত্যু থেকে বাঁচতে
বেঁচে থাকা শেষ কথা যে
যুগানুসার নাচতে l


বোকা হাবা হদ্দ যারা
নীতি ধরে থাকে
ক্ষমতাসার বৃত্তে তাঁরা
পড়ছে গিয়ে পাঁকে l