বই এক ছেপেছিল কতো বড়ো কবি সে
টাকাগুলো উড়েছিল পাখি যেন সবই রে l
বইমেলা প্রাঙ্গনে কতো কতো টেন্টে
হাজার কয়েক টাকা মিটিয়েছে রেন্টে l
সাজিয়ে সেলফে সব বইগুলি সুন্দর
বই নিয়ে বসে থাকা, আসে কতো খদ্দের l
নাড়ে চারে উল্টায় বইগুলি দেখে যায়
এইভাবে দিন দিন মেলাটাই কেটে যায় l
বই থাকে সেলফে গুছানো তা অবিরাম
ব্যাগ ব্যাগ বইগুলি হাতে হাতে বইপ্রাণ l
এইভাবে কেটে যায় পুরো মেলাকালটা
ফেরে নাই টাকাগুলো কি যে হয় হালটা l
অনেক অনেক বই বিক্রি হয়েও ফের
বেঁচে যায় বহু বই গাড়িতে বই এর ঢের l  
ঘরে নেয় বইগুলো তবু নেই শান্তি
আবার আবার লেখা ফের সেই ভ্রান্তি ।