জীবন চলে নদীর জলে
জীবন চলে ডাঙায়
মহাশূন্যে জীবন চলে
চলে গড়া ভাঙায় ।


চলার যেদিন শুরু হলো
চলা সেদিন থেকেই
চলতে চলতে ক্লান্ত দেহ
পথটা বাকি রেখেই ।


অনন্ত এই চলার পথে
চলছে পথিকজন
যেমনটা যার লক্ষ্য নিয়ে
চলছে সর্বক্ষন ।