সবার সঙ্গে মিশে চলি দিবস থেকে রাত
মন যুগিয়ে চলি সবার পায়ে মাথায় হাত l
বড়ো ছোট সমান বয়স চলি সবার সাথে
মিয়া বিবি নেই পরোয়া আপত্তি নেই জাতে l


সবার সঙ্গে থাকি যখন সবার মতো হয়ে
মান অভিমান গোপন করি আঘাত সয়ে সয়ে l
পরের দুঃখ পরের খুশি এটাই বিবেচনার
ভিড়ের মধ্যে বাদ পড়ে যায় এই নিজেকে চেনার l


কিন্তু যখন একলা ভীষন ভিড়ের থেকে দূরে
মনের বীণা বেজে ওঠে প্রাণের আপন সুরে l
অতীত নিয়ে জাবর কেটে নিজেকে যাই খুঁজে
আমার আমি ভীষণ নিজের আলতা সিঁদুর দুধে l


শব্দ গন্ধ দৃশ্য স্পর্শ স্বাদের গ্রহণ শেষে
বাহির ছেড়ে ভিতর মাঝে একলা মানুষ মেশে l
ক্রমে ক্রমে পায় সে খুঁজে আপন সত্ত্বাটিকে
মণি মুক্তো হীরা মানিক বেরোয় সেখান থেকে l
1324