আকাশের বুকে জ্যোৎস্না আঁকে আল্পনা
তার মধ্যে থাকে আমার মনের রঙ
তুমি তো আমার মনের রঙ চেনো
ঝাউবনে উতল নদীর ঢেউয়ে
যখন দিনের আলো আসে কমে
এই মনের রঙে পাগল হয়ে
আমরা কতোবার হারিয়ে গিয়েছি l
প্রকৃতির ঘন গহ্বরে
জলের উথাল পাথাল
ঝোড়ো বাতাসের তাড়না
বনের গভীরে ছুটেছি অনির্দেশের দিকে l
এ রঙ অতি পরিচিত আমাদের
এখন আকাশের বুকে আল্পনা হয়ে এসেছে
আমাদের জীবনবৃত্ত ঘিরে আছে এমন আল্পনায় l