ভালো ? কে ভালো ?
কলা না কি বিজ্ঞান ?
কোন্ খানি শক্ত
কে বা কার ভক্ত !

বিজ্ঞানে করে কিবা
কতো কি যে কাণ্ড
ভাঙে ব্রহ্মাণ্ড !

কলা তবু পিছে নয়
কবিগুরু কিসে হয় ?

কলা না কি বিজ্ঞান ?
যার যেটা ধাতে নয়
সেই তাতে অজ্ঞান !

তর্কটা মিছে তাই
শুধু লড়ে ভাই ভাই !

জগতটা এগিয়ে
বিজ্ঞান কলা জ্ঞান
কাঁধে কাঁধ মিলিয়ে !

আসো মিলে মিশে চলি !
বিজ্ঞান কলা জ্ঞানে
হোক তবে কোলাকুলি !!