১. বঙ্গবন্ধু


একটি ভাষা, জাতি এবং একটি মানুষ ঘিরে
অনেক কথা অনেক ব্যথা পদ্মা নদীর তীরে l
তাঁকে দেখে জাগলো মানুষ পেলো সাহস বুকে
চিনলো ভাষা আপন করে দিলো সবাই রুখে l


বাংলা যদি মাতৃভাষা উর্দু তবে কেন
আন্দোলনটা বাঁধলো দানা দেখে নি কেউ হেন l
সকল কাজে বাংলা চেয়ে লড়ল মানুষ সকল
অনেক অনেক কষ্ট সয়ে অনেক অনেক ধকল l


একটি মানুষ তাঁকে দেখে সাহস বুকে পেয়ে
ভাষা থেকে এগোয় মানুষ স্বাধীনতা চেয়ে l
জাতির পিতা বঙ্গবন্ধু একটি নামের ডাকে
লড়ল মানুষ বুক চিতিয়ে জীবন বাজি রেখে l


গণতন্ত্র রায় দিলো যা মানে না পাক শাসক
ভোটের ফলকে তুচ্ছ করে হত্যালীলার সাধক l
নয় মাসের এই লড়াই চলে নানা অভিমুখে
অনেক সাহস অনেক ত্যাগে স্বাধীনতা পেতে l


বিজয় এলো অবশেষে লড়াই শেষে হেসে
হাল ধরলে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে l
অনেক অনেক স্বপ্ন চোখে বুকে ভালোবাসা
দেশের জন্য নিবেদিত দেশের তুমি আশা l
৮৪১


** জিসান মেহবুব সম্পাদিত ছড়াবাংলা ১৬ তম সংখ্যায় প্রকাশিত, ১৪ আগস্ট, ২০২০


২. বঙ্গবন্ধু শেখ মুজিব


জাতির পিতা জাতির জনক বাংলাদেশে তুমি
বাংলা ভাষা বাঙালিত্ব বাংলাদেশের ভূমি,
তোমার আন্দোলনের ফসল বঙ্গবন্ধু মুজিব
দেশের প্রথম রাষ্ট্রপতি তুমি দেশের নসিব l


ছাত্রনেতা থেকে তুমি দেশের নেতা হলে
সমাজতন্ত্রী মন যে তোমার সাম্যের পক্ষে গেলে l
জনতার অধিকার রক্ষা তোমার কর্মসূচি
আয়ুব খানের স্বৈরাচারের বিরুদ্ধে দেখেছি l
নির্বাচনে জয়ী তুমি তবু পেলে বাধা
ইয়াইয়া এবং ভুট্টোর গণহত্যার ধাঁধা l
নয় মাসের লড়াই এর শেষে তোমার বিজয় কেতন
জেল থেকে বেরিয়ে এসে স্বাধীন দেশের গঠন l
রাষ্ট্রপতি হয়ে পরে সংসদ রীতি ধরে
প্রধাণমন্ত্রী হয়ে তুমি কর্ম গেলে করে l
চোখে তোমার স্বপ্ন ভরা সাকার করলে বেশ
তোমার কাজের নিশান ধরে এগোয় বাংলাদেশ l


যারা নিলো কেড়ে হঠাৎ তোমার জীবন জ্যোতি
জানলো নাকো করলো তারা দেশের বিরাট ক্ষতি l
তোমার পথে বিজয়রথে বাংলাদেশের চলা
দেশপ্রেমের মন্ত্রে মাতাল দেশের মানুষগুলা l
৪১০


** নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ কলকাতা কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী আন্তর্জাতিক স্মারক গ্রন্থে ২৬৪ পাতায় প্রকাশিত