পুরোনো দিনে যখন মহামারী হতো
যেমনটা গল্প উপন্যাসে পড়েছি
গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত
কিন্তু তবু এই সংক্রমণ দূর দেশে যেত না
কারণ একটাই
তখন যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিলো


আজ উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে
নোভেল করোনার ভাইরাস এত দ্রুত
বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে
এই কারণেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ করেছে সরকার
ট্রেন বন্ধ, বাস বন্ধ, স্থানীয় ছোটখাটো পরিবহনও বন্ধ
এর উদ্যেশ্য সংক্রমণ রোধ করা


একই কারণে সকল শ্রেণীর মানুষকে সাধারণ মেলামেশা পরিহার করে নিজ নিজ ঘরে আশ্রয় নিতে হবে
এবং পাশাপাশি কিছু স্বাস্থ্যবিধি পালন করতে হবে
সরকার এমনটাই চাইছে
তার নির্দেশিকা জারি হয়েছে
স্থানীয় প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে
বিমান বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, অটো, টোটো, রিক্সা সব বন্ধ করা হয়েছে


এর গুরুত্বটা বুঝুন
নিজ নিজ ঘরে থাকলে সংক্রমন যেটা হয়ে আছে সেখানেই সীমিত থাকবে
তার সংখ্যা হবে অত্যন্ত কম
আমাদের দেশের যে চিকিৎসা পরিকাঠামো তার দ্বারা এই সীমিত সংখ্যক আক্রান্তকে সারিয়ে তোলা সম্ভব
সীমিত সংখ্যক চিকিৎসক এই লোডটুকু নিতে পারবেন
কিন্তু সরকারী নির্দেশ অমান্য করে কিছু মানুষ যদি পথে বেরোন তাহলে এই প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়বে
তখন এত মানুষ আক্রান্ত হয়ে পড়বেন যাদের চিকিৎসা পরিষেবা দেবার মতো সামর্থ্য আমাদের দেশের নেই
তখন বিনা চিকিৎসায় মরতে হবে


সাবধান হবার সময় এখনই
সরকারী নির্দেশ/অনুরোধকে সম্মান করুন, অক্ষরে অক্ষরে মেনে চলুন
নিজের স্বার্থে, দেশের স্বার্থে......