এপার বাংলা ওপার বাংলা
মধ্যে কাঁটার বেড়া
এপার সবুজ ওপার সবুজ
সবুজে বাংলা ঘেরা ।


এপারের পাখি যায় ঐ পার
জিরায় কাঁটায় বসে
এপারের বায়ু যায় ওই পার  
রোদ জল ঘাসে মিশে ।


এ পারের গরু চরে ঐ পারে
সন্ধ্যেবেলায় ফিরে
মাঠ ঐ পারে ধান রোয়া হয়
পাকা ধান নেয় নীড়ে ।


জল বয়ে যায় আপন খেয়ালে
মাছ আসে যায় রোজ
মানুষের বেলা নিয়মের বেড়ি
ভিসা পাশপোর্ট খোঁজ ।