যে যার মতো বুনে যায় সৃষ্টি
কেউ জেতে কেউ হারে নিয়মিত l
তবু নিভে যাবার আগে বহুবার জ্বলে
হতাশার অন্ধকার আড়াল করে বারবার l
আর্দ্র আবহাওয়ায় পারদে কাঠি ঘষে
আগুন জ্বালানোর মুহূর্ত,
তারপর জ্বলে উঠে দপ করে নিভে যাওয়া l
টেবিলের তলায় কফিনবন্দী প্রতিবাদ
চেনা রাস্তায় প্রতিদিন হেঁটে যায় অচেনা লোক l
লক্ষ্য আছে, কোথাও ঘর বাড়ি নেই l
আলপথ ধরে অতলান্ত খাদের দিকে এগিয়ে চলে
আস্ত দুমড়ানো অনেক অনেক নক্ষত্র l