1) আয়োজন :


খোকনসোনা ছোট্ট ছিলো তখন থেকে বুকে
আগলে রাখে যে মা তাকে সাগরভরা সুখে
দিনে দিনে প্রতিদিনে একটু একটু করে
খোকনসোনা বড়ো হলো মায়ের হাতটি ধরে l
দিন দুনিয়ার যা কিছু সুখ মায়ের কাছে পাওয়া
ঘরে বাইরে যতো দেখা মায়ের কাছে চাওয়া
সবই যে তার পূর্ণ হলো মায়ের স্নেহ ছায়ায়
খোকন বড়ো হতেই দেখে মা তার বৃদ্ধ কায়ায় l  


একলা খোকন কি যে করে মায়ের শীর্ন শরীর
ঘরকর্নার কাজ কে করে কে সামলায় বাহির l
বন্ধু স্বজন পরামর্শে মায়ের যত্ন কারণ  
বিয়ের মালা পড়লো খোকন সংসার ধর্ম ধারণ l


দিন চলে যায় মাস চলে যায় একটু একটু করে
বয়স মায়ের বেড়ে চলে হলেন যে থুথ্থুরে l
খোকন মাঝে বাবা হলো স্নেহের আদিম টানে
স্ত্রী-পুত্র তাদের নিয়ে মাতে জীবন গানে l
কোথায় পড়ে মা থাকে তার ঘরের কোন সে কোণে
স্মৃতি হারায় প্রতি পলে জপের মালা গোনেন l
চক্রাকারে ফিরতে থাকে স্নেহ ভালোবাসা
স্ত্রী-পুত্র টান জিতে যায়, হারে মায়ের আশা
হেরে গিয়ে ঠাঁই হয় তাঁর একটি বৃদ্ধাশ্রমে
সকাল থেকে ব্যস্ত সবাই তারই আয়োজনে l


2) থাক তোরা সুখে :


মা বলেন - আয় খোকন ঘরে আয়
- না মা চলো দুজন একটু বাইরে যাই l
- অনেক দূর থেকে এসেছিস সোনা
একটু বিশ্রাম কর, যাবো পরে দুজনা l


- মা এবার তুমি রাজি হও, হ্যাঁ বলো
বলছি আমার সঙ্গে চলো l
চলো মা সাত সমুদ্র তেরো নদীর পার
দূরে অনেক দূরে আটলান্টিকের ওপার
এবার তোমাকে নিয়েই যাবো মা
অনেক হলো বৃদ্ধাশ্রম, আর না l
বুবুন, রাই তোমার পথ চেয়ে মা
সত্যি বলছি এবার খালি ফিরবো না l


- নয় বছরে বালিকা ছিলাম তখন বেঁধেছি ঘর
সময়ের স্রোতে গিয়েছে আপন পর
একা তুই যেদিন বিদেশ গেলি চলে
গর্বে আনন্দে বুকটা গিয়েছে ফুলে
যখন তুই এমন আসিস
এই যে মা বলে ডাকিস
এর বেশি চাই না খোকন থাক রে তোরা সুখে
মায়ের খুশি তোদের নিয়ে স্বামীর স্মৃতি বুকে l