রাজীব ভায়া আমার
মজেন বইমেলায়
বইপাগলদের নিয়ে
জড়ান ঝামেলায় ।


শীতকাতুরে রাতে
সঙ্গী নিয়ে সাথে
সাজান বই এর স্টল
রাজ্য থেকে তাঁরা আসেন
বইমেলাকে ভালোবাসেন
সব প্রকাশক দল ।


ওপার বাংলা থেকে
বাশার সাহেব হেঁকে
বলেন - আমি আছি ।
দুই বাংলা কাছাকাছি ।
মিলবে মেলায় বই এর স্রোতে
আর সকলের সাথে
বইপ্রেমী সব মানুষেরা
বই পাবেন নিজ হাতে ।


রাজীব ভায়া বন্ধুপাগল
আরও পাগল কাজের
বইপাগলও বটে তিনি
সে পাগলামি লাজের ।


ঘরে বাইরে সমান দৃষ্টি
কৃষ্টি ধরে রাখেন
বৃষ্টিবাদল দিনেও তিনি
সৃষ্টি নিয়ে মাতেন ।
মাথার উপর আছে যে তার
তুহিন দাদার হস্ত  
তাই তো দূরে আপদ বিপদ
সদাই রাজীব ব্যস্ত ।