নদীর ঘাটে নৌকা আছে বাঁধা
নৌকা যেন কৃষ্ণ ধরো, আমি হলাম রাধা l
নৌকা করে বৃন্দাবনের দেশে হবে যেতে
ফুলের বনে কৃষ্ণ সনে লীলায় উঠবো মেতে l


সাথে থাকবে হাজার গোপী পাগল কৃষ্ণ প্রেমে
কৃষ্ণ মথুরাতে গেলেও এ প্রেম যায় না থেমে l
নৌকা করে যাবো চলে সপ্ত সাগর পারে
নৌকা রূপে কৃষ্ণ ডাকে ওই যে কুলিক ধারে l


যাবো আমি যাবোই চলে প্রেম বন্যায় ভেসে
নৌকা করে প্রেম নগরী খুঁজব দেশে দেশে l
কুলিক বনের গাছের মাথায় পাখির আগমন
গাছ যদি সে কৃষ্ণ হলো পাখি রাধার মন l


পাখি রাধা এসে হাজির দূর দূরান্ত থেকে
কুলিক বনের কৃষ্ণ গাছে কেমন ঝাঁকে ঝাঁকে l
ডানায় উড়ে পাখি যদি পায় কৃষ্ণের খোঁজ
নৌকা করে যাবো আমি বৃন্দাবনে রোজ l
৮৬৫