জলঢাকা নদীডাক তারা সব জেগে থাক
কলকল তর্জন নদীটার গর্জন
দিনরাত নেই তার জল বয় সার সার
পথ তার পাথুরে তাই ভেঙে ছাতু রে
সবুজের মাঝখানে জলঢাকা আনমনে
শাখা উপ মিলিয়ে যায় জল বিলিয়ে
কলকল যায় বয়ে আলো ছায়া সব সয়ে
রোদ জলে চিকচিক আলোকের ঝিকমিক
রাতে চাঁদ তারা থাকে মায়াবীর রূপ আঁকে
সন্ধ্যায় সকালে সোনারঙ ছড়ালে
দূর ঐ পাহাড়ে রূপ তার বাহা রে !
জলঢাকা স্বর্গ আমাদের গর্ব ।