কথায় তিনি সৎসাহসী
উচিত কথা বলেন
ছোটো বড়ো ধার না ধেরে
জবর প্রশ্ন করেন ।
ঐ আকাশে উঠছে ঝঞ্ঝা
সাগর উথাল পাথাল
দিকদিগন্তে ছুটছে সবাই
কথায় কর্মে নাকাল
সঠিক প্রশ্নে সঠিক আঘাত
সৎ সাহসের জেরে  
ভেবে বলেন ভবিতব্য
কথার রকমফেরে ।  
ঝঞ্ঝাক্ষুব্ধ সাগরমাঝে
শান্ত জবাব আসে
যুক্তিমনা মনটি যে তার  
মুখ চলে না ঘাসে ।
কার্যকারণ সূত্রটুকু
বোঝেন এক নিমেষে
নিজে বোঝেন বোঝে সবাই
শান্ত দীঘি শেষে ।


শান্ত স্নিগ্ধ রূপটি তাহার
দীঘল চেরা চোখে
কথার জাদু মনমোহিনী
মুগ্ধ সকল লোকে ।