ইসরোর যান গেলো চাঁদ তার লক্ষ্য
সবকিছু ঠিকঠাক পেয়ে গেলো কক্ষ l
ঘুরছে ঘুরছে বুঝি এইবার নামবে
ল্যান্ডার বিক্রম চাঁদবুকে থামবে l
কিন্তু কি হলো শেষে যোগাযোগ ছিন্ন
দুই কিমি বাকি পথ নাই তার চিন্হ l
করে গ্রাস হতাশা বিফলে কি গেলো সব ?
দেশজুড়ে শুরু হলো রকমারি কলরব l
একদিকে দেশবাসী বিশ্বাসে ভরপুর
আশা দেয় একটানা সাফল্য নয় দূর l
বিরোধের রব ওঠে কোনো কোনো প্রান্তে
বিষয়ের জটিলতা চায় নাকো মানতে l
পরদিন শোনা যায় আবার আশার কথা
বিক্রম চাঁদে আছে অরবিটারের ছটা l
ক্যামেরায় ধরা পড়ে বিক্রম চাঁদেতেই
নিরাপদ দেখায় তা থার্মাল ইমেজেই l
ছেঁড়া সেই যোগাযোগ পুনরায় জুড়ছে
উত্তেজনায় তাই দেশবাসী পুড়ছে l
যোগাযোগ পুনঃ হলে রোভারের মস্তি
প্রজ্ঞান কাজ করে কি দারুণ স্বস্তি l
খোঁজ নেবে চাঁদে জল খনিজ পদার্থ
তার খোঁজে মিলে যাবে মিশনের অর্থ l
ইসরোর বিজ্ঞানী সেরা তাঁরা বরাবর
আশায় আশায় তাই দেশবাসী বাঁধে ঘর l