আমি কোনো আদর্শ নই, তাই
আমার ছাপের-ও নেই কোনো মূল্য l


এই সেই স্থান, এখানে শ্রী শ্রী মহাপ্রভু
তাঁর পায়ের ধূলি রেখেছেন কতকাল আগে l
প্রতি বছর কত দর্শনার্থী ভীড় করেন এখানে l
শিকাগো ফেরত বিবেকানন্দ এই প্রতিষ্ঠানে এসে
একটিবার এই চেয়ারে বসেছিলেন l
চেয়ারটি জাদুঘরে সংরক্ষিত আছে l


আমি এক দিনমজুর, ঘাম রক্ত ঝরাই
সুবিশাল অট্টালিকা তৈরি হয় আমার শ্রমে l
বাড়ির সর্বত্র আমার হাতের ছাপ আছে l
গৃহপ্রবেশের পর
সেই বাড়ীতে আমার প্রবেশ নিষিদ্ধ l
আমি দিনমজুর, কেউকেটা নই
আমার পায়ের কেন, হাতের ছাপের-ও মূল্য নেই l