ঠকছে যারা আরব কোটি তারা সমাজসেবী
এক দু টাকা দাম বেশি নেয় তাদের দোষটা হেভি l
মুখের ওপর ঠক বলে দেয় লজ্জা মাথা খেয়ে
কৃতজ্ঞতা নেইকো মোটে ঘরের সামনে পেয়ে l
লক ডাউনের দিনগুলিতে ঘরের সামনে বাজার
কোটি নয় লক্ষ নয় নয়কো মোটেও হাজার l
এক দু টাকা দাম বেশি নেয় গরীব সব্জিওয়ালা
তাতেই জীবন বার হয়ে যায় কথায় কথাওয়ালা l
কথা শোনায় ঠক জোচ্চোর মুখের ওপর তাকে
যারা লুটে হাজার কোটি তারা মাথায় থাকে l


বহু দূরের গেরাম থেকে সাইকেলে ভ্যানভাড়ায়
অল্প কিছু সব্জি নিয়ে ঘোরে শহর পাড়ায় l
দুয়ার দুয়ার ঘুরে ঘুরে সব্জিটুকু বেচে
অল্প কিছু পয়সা কামায় তাতেই আছে বেঁচে l
তাদের দুঃখ তাদের ব্যথা আক্রমণেও নীরবতা
লক ডাউনের দিনগুলিতে তারাই আনে সব্জিপাতা,
তবু সুযোগ পেলে মানুষ তাদের বলে ঠক
দেশকে যারা লুট করে নেয় তাদের সমর্থক l
বছর বছর ভোটের খেলায় সমর্থনের ঢেউ
প্রতি ভোটে জয় কেড়ে নেয় এদের মধ্যে কেউ l