প্রকৃতির এতো রঙ ধরা পড়ে ক্যামেরায়
তুলে সুখ দেখে সুখ মেতে ওঠে ফ্যানেরাই l
লালে লাল রক্তিম আকাশে ও মাটিতে
এই রঙ মেকি নয় ভরা পুরো খাঁটিতে l


রঙদার জগতে তো জানি আছে একজন
সময় সুযোগ মতো ধরে তাকে সজ্জন l
জীবনের যতো রঙ যতো তার ওঠা পড়া
সূর্যেই বাঁধা থাকে সব তার খুঁটি নোড়া l


জগতের যতো তাপ যতো প্রাণ ছটপট
উৎস সে একটাই ঝরে পড়ে টপটপ l
বৃষ্টি বাদলে ভরা বাংলার মাঠ ঘাট
জলে খেলে স্থলে খেলে আলোকের জলছাপ l


ঝোপঝাড় জঙ্গল চারপাশে ছড়িয়ে
আলোকের ধারা পড়ে তার 'পরে গড়িয়ে l
গোধূলি লগন তাই গবাদির ধূলিতে
সোনা ঝরে খান খান আলোকের ঝুলিতে l


আসল আসল থাকে নকল নকল তাই
গুরু এক সূর্য ও, বাকি সব তার চাঁই l
এত রঙ এত আলো এত প্রাণ পূর্ণ
অহং নীচতা যতো সব যেন চূর্ণ l


এত সব ধরা পড়ে ছোট এক ক্যামেরায়
অভিভূত দেখে সেটা সব বাবু ম্যামেরাই l
৮৩৭