চলতে গিয়ে থমকে পথে সলতে পিসির মেসো
যাকে দেখেন তাকেই বলেন - আমার বাড়ি এসো,
গ্রহণ করে নিমন্ত্রণটি নিমন্ত্রিত যতো
পায়ের ধুলো পড়লো সেদিন হাজার থেকে শত l


মেসোর বাড়ি গাঁয়ের ধারে পদ্মদিঘির পারে
পদ্ম কতো আছে ফুটে জলে ঝাড়ে ঝাড়ে,
বাড়ি মেসোর এতটুকু হাজার লোকের বসা
বসা সেথায় ভীষণ কঠিন নিমন্ত্রিতের গোঁসা l


বসার পরেও বিষয় আসে আপ্যায়নের কথা
জল বাতাসা চা ও মুড়ি, সবেই নীরবতা,
দু-দশ কিমি এলেন যাঁরা খাবার ভালোবাসেন
তাঁদের দেখে মেসোমশাই দাঁত কেলিয়ে হাসেন l


ক্ষিপ্ত সবাই মেসোর ওপর এই মারে সেই মারে
নির্বিকারে বলেন মেসো আসুন পরের বারে l
৮৫৯