সম্প্রদায় সাম্প্রদায়িক নয় l  
সাম্প্রদায়িক রাজনৈতিক দল
সরকার ও প্রশাসন l
রাজনৈতিক দল ভোট বৈতরণী পার হতে
সাম্প্রদায়িক তাস ফেলে l
সরকারের কাজ অভিভাবকের মতো
উভয় সম্প্রদায়ে সম্প্রীতি রাখা l
কিন্তু নিজ রাজনৈতিক স্বার্থে
সরকার একটি সম্প্রদায়কে
তোষণ করে বিশেষ সুবিধা দেয় l  
প্রশাসন তা অনুসরণ করে l
দুই সম্প্রদায়ে তিক্ততা আসে l
অস্বস্তিতে পড়েন উভয় সম্প্রদায়ের
অসাম্প্রদায়িক মানুষজন l


সরকার, প্রশাসন রাষ্ট্রনীতি বাদ দিয়ে
যখন রাজনীতির খেলায় মেতে ওঠে,
দেশ ও দশের তখন অমঙ্গল l