পাল্টে গেল পাল্টে গেছে হাতের কাছে সব
তাই না দেখে প্রাচীনপন্থী জুড়েন কলরব l
এই ব্যাধিটা আজকের নয় সর্বযুগের খেলা
জ্ঞান বিজ্ঞান নৃত্য কলায় পরিবর্তন মেলা l
এপিক গিয়ে কাব্য এল কবিতা পেলো গদ্য
ছন্দ নিয়ে দ্বন্দ্ব এলো কবিরা দ্বিধায় অদ্য l
একের যুক্তি প্রাচীনপন্থী ছন্দেই পান তাল ও সুর
আরেক কবি রব তোলেন ছন্দ-আপদ করতে দুর l
কবির জন্য বাঁধন কেন স্বাধীনতার আওয়াজ ওঠে
কথার পিঠে গদ্যকথা কবিতা-কথার ফোয়ারা ছোটে l  
আধুনিকতার পৃষ্ঠপোষক মুক্তছন্দে লেখেন তাই
ছন্দের সাধককবি তাঁরও লেখার বিরাম নাই l


লেখেন সবাই পড়তে থাকেন কবিতা-গদ্যে পৃথক সুর  
গদ্যকথার ভিন্ন বুনট, স্বাদ-গন্ধে অনেক দূর l  
আবার কবিতারূপে পদ্য পড়ি ছন্দ-নাচন মত্ত তাল
কবিতাচর্চার মত্ত স্রোতে পাঠক ধরেন নিজের হাল l


একটা কথা জানা সব বৈশিষ্ট্যের সেরা
পরিবর্তন হলো গিয়ে আধুনিকতার ডেরা l