ধমক দিয়ে চমক দিলেন
ধমকদারের দাদা
পাল্টা ধমক খাবেন যখন
থমকে হবেন কাদা l


যাকে দিবেন ধমক
ভোরের আকাশ বায়ু নামের চমক
গাড়ি করে যাবেন দূরে
বাহানা তো তারই,
বাড়িশুদ্ধ থমকে গেছে
এমন নানা কথা মিছে
সেই সুবাদে পূরণ করেন
গোপন ইচ্ছা তাঁরই l


ও দাদাভাই শোনো খানিক
তুমি আমার সোনামানিক
তোমার জন্য রেঁধেছি আজ
শুঁটকি মাছের ঝোল,
রসুন আদা লঙ্কা বেটে
খেলে তোমার জ্বলবে পেটে
পেটজ্বলুনি থামবে কি না
জানেন হরিবোল !


মিলিয়ে ছড়া পদ্য লেখেন
গুরুর কাছে আরো শেখেন
কোন কথাতে আঘাত করে
সাবাস পাবেন খাসা,
গুরুমশাই খুশি বেজায়
সত্যি এমন লেখাই তো চাই
ইঙ্গিতে তা বুঝিয়ে দিয়ে
শুরু করেন হাসা !


হাসির তোড়ে বনবাদাড়ে
আবর্জনা জমছে ঝাড়ে
শুদ্ধ চর্চা ছেড়ে দিয়ে
মনের ঝালের চাষ,
এক দুই তিন চারটা ছাড়ে
গুরু শিষ্য একনাগাড়ে
কাঁহাতক আর চুপ থাকা যায়
জাহান্নমে বাস l
532