মাঠঘাট জমিজমা নদীনালা সব
পাহাড় সাগর বনে পাখি কলরব l
সকালে উঠেই আমি মেঠো পথ ধরি
খাই দাই গান গাই নিজ কাজ করি l


মাথার উপর থাকে নীল নীলাকাশ
প্রখর রোদেও মাঠে চলে চাষবাস l
আবার কখনো মেঘ ঢেকে দেয় রোদ
গুরু গুরু গম গম বৃষ্টির বোধ l


তড়িৎ চমক আর বৃষ্টির ধারা
ঝমঝম ঝমঝম নেমে আসে খাড়া l
কখনো ঝড়ের বেগ শন শন শন
যায় উড়ে গাছপালা, উড়ে যায় মন l


টিনের চালের ঘর উড়ে যায় ঝড়ে
পাকা ফল ঝরে পড়ে ঝর ঝর করে
বৃষ্টি ও খরা সাথে রোগ ব্যাধি জরা
তবুও আমার দেশ সম্পদে ভরা l


সবুজে সবুজ মাঠ গোয়ালের গরু
গোলা ভরা ধান আর ফল ভরা তরু l
সোহাগ আদর আর রাগ ক্রোধ নিয়ে
চলে যায় দিনগুলি মেঠো পথ দিয়ে l
৮৩৮