একটা ছিলো দস্যু দামাল বাংলা মায়ের ছেলে
ইংরাজিটা পড়ে শুধু বাংলা পড়া ফেলে ।
তারপরে কি হলো খেয়াল টাই স্যুট বুট ছেড়ে
বাংলা মায়ের দামাল ছেলে বাংলা নিয়ে পড়ে ।
দেশপ্রেমের অনেক অনেক গল্প ছড়া গাথা
এই ছেলেকে ঘিরে লেখা অনেক গল্পকথা ।
শহীদদিবস, অরন্ধন স্কুলজীবনে পালন
বেনীমাধব দীক্ষাগুরু তাঁর আদর্শ বরণ ।
কলেজশিক্ষা নিবার সময় ওটেন বিবাদ আসে
ভারতমায়ের মান রক্ষায় সুভাষ বনবাসে ।
থাকলো ব্যাগে আই. সি. এস.
সুভাষ মানে শুধুই দেশ । (তবু সেই)
দেশ ছেড়ে বিদেশ পাড়ি লক্ষ্য স্বাধীনতা
সাত সমুদ্র পেরিয়ে সুভাষ ভাঙেন নীরবতা ।
পেলেন তৈরি আই. এন. এ. নেতাজি নাম গ্রহণ
সামরিক প্রশিক্ষণে স্বাধীনতার স্বপন ।


তারপর ?
ঐ ছুটেছে দামাল ছেলে কদম কদম এগিয়ে যায়
ঐ ছুটেছে দামাল ছেলে স্বাধীনতার অভিপ্রায় ।
ঐ ছুঁয়েছে চরণ তাদের জন্মভূমির মৃত্তিকায়
ঐ উঠেছে পতাকা তাদের স্বাধীনতার অভিপ্রায় ।


তাই
বাজলো ভেরি উঠল তুফান
লক্ষ জোয়ান হয় আগুয়ান
চললো সুভাষ যুদ্ধে রে
মাতৃভূমির ছোঁয়া পেয়ে
দেয় পতাকা ঊর্ধ্বে রে
নীল আকাশে উড়ছে নিশান স্বাধীনতার লক্ষ্যে রে
নীল আকাশে উড়ছে নিশান স্বাধীনতার লক্ষ্যে রে
দে তোরা সব জয়ধ্বনি
দে তোরা সব শঙ্খধ্বনি
দে তোরা সব উলু দে
দে তোরা সব উলু দে ।