কুয়াশায় ঘেরা নদী প্রান্তরে ছোট একখানি ডিঙ্গা
ঘাসবন ঠেলে চলে হেলে দুলে হৃদয়ে বেজেছে শিঙ্গা
ভোররাত থেকে জেলে ধরে মাছ ডিঙ্গাতলে হয় জমা
পথিক কখন কড়ি গুনে দেয় সেই মাছ হয় কেনা l
দূর দেশ থেকে আসে কতোজন নদীপথে কতো মজা
সেই ডিঙ্গামাঝে নববধূ এক পুরোদমে সাজাগুজা
গ্রামের বাজার কতো কেনাকাটা হাট ঘাট সব পার
এপারের ধান ঐ পারে যায় ওইপার থেকে সার l


দিন অবশেষে নৌকা ভেড়ায় কুল এক বনমাঝে
ঘাস পাতা ভেঙে নাবিক এগোয় পিচ্ছিল পথ রাজে
জীবনের নাও চলে হেলে দুলে সেও পায় কোথা পার
সব খেলা শেষে জীবনের যতি শেষ হয় সব ধার l
অনেক গমনে অনেক শয়নে অগনিত গতিপথ
ছোট এক নাও হৃদয়ে দোলন দেহখানি দেবরথ l