পথ হাঁটলেই গন্তব্য মেলে না
ভাইরাস ওলোটপালট করে দিতে পারে
বহু কিছু
কিম্বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত
মাত্র চার ঘণ্টা সময় দেবে তোমাকে
অথচ সব গুছিয়ে উঠতে তোমার প্রয়োজন ছিলো অন্তত বাহাত্তর ঘণ্টা
হতে পারে কোনো স্থানীয় রাজনীতির বলি হলে তোমরা
তুমি পথ হেঁটেছিল হিসেব করে
তোমার হিসেবে ভুল ছিলো না
ভুল ছিল তোমার জন্য সময়টা
যখন প্রকৃতি ও রাজনীতি
জোট করলো তোমাকে অপ্রস্তুত করবে বলে
মুহূর্তে তুমি কাজহীন কপর্দকহীন আশ্রয়হীন
উদরে দেয়ার মতো খাবার নেই তোমার সঙ্গে
দেশের বাড়িতে যাবে তার জন্য নেই পরিবহন
আর প্রতি মুহূর্তে মারণ ভাইরাসের আতঙ্ক
তোমার সাজানো ভাবনা থরে বিথরে চুরমার
মুহূর্তে একজন কর্মী, একজন নাগরিক থেকে
তুমি হয়ে গেলে রিফিউজি
শত শত মাইল, হাজার মাইল মোট মাথায় নিয়ে
রোদে বৃষ্টিতে তুমি বেরিয়ে পড়লে নিজের দেশে বিদেশি থেকে স্বদেশী হতে l
দীর্ঘ পথ, মৃত্যু হাতে নিয়ে তুমি চলছো
তুমি চলেছো জীবনের এক পার থেকে অন্য পারে
অনেক দেখেছো তুমি
তুমি দেখেছ মানুষ কি ভাবে
নোটবন্দিতে, এন আর সি বা করোনার নামে
নিজ দেশেই হঠাৎ বিদেশি হয়ে যায়
মুহুর্তের ঘোষণায়
যার উপলক্ষ্য প্রাকৃতিক এবং রাজনৈতিক l