ডিগ্রিটা পকেটে জীবনটা ফোকটে
বেকারের জ্বালা সয়ে দিনগুলি যায় কেটে l
কাজ নাপছন্দ নাই তো আনন্দ
কাজটা এমন চাই যেন সদানন্দ l
সময়টা জ্বালতে যুগ গেল পাল্টে
এল টোটো ফিটফাট সব গেল সালটে l
অটো বলো টোটো বলো হাওয়াগাড়ি যায় বলা  
হাওয়াদের পথ কেটে টোটো তার ছুটে চলা l
রাতভর খেয়ে যায় চার্জখানা রাখে ধরে
ভোরবেলা কাজ শুরু দূষণ বিদায় করে !


এক তার কিনে নিয়ে মনমতো সাজিয়ে
ধনাদা'র টোটো চলে বুকখানা বাজিয়ে l
হাওয়া খাও গান শোনো মনের হিসাব গোনো  
গদি পাও তুলতুলে রাজার আসন যেন l
রাজপথ গলিপথ সবখানে টোটোরথ
পথে জ্যাম হরদম রাগচোখ কটমট l  
টোটোদের এত ভিড় ধনাদা সুস্থির
শহরের সবখানে গাড়ি তাঁর চলে ধীর l
ঝা চকচকে গাড়ি মনমতো কাজ ভারি
ধনাদার বাবুবেশ দুঃখের সাথে আড়ি l