সারাদিন সারারাত পড়ে যাই ধারাপাত
এক দুই তিন চার ঘর হলো পুরো হাট l
ধারাপাত পড়েছিল সম্রাট আকবর
পড়ে পড়ে বুঝেছিল কে নিজ কে পর l
তারপরে পড়েছিল শাজাহান সম্রাট
মমতাজ সাথে তাঁর পাঁচ ছয় সাত আট l
আজকের দিন তবু ধারাপাত পড়ছি
গেজেটের মেলা এত, ভুল কিছু করছি ?
ধারাপাত দিনরাত ঝমঝম ঝরছে
শিশু পড়ে ধারাপাত গমগম করছে l
এক থেকে কুড়ি ঐ নামতার অভিধান
ধারাপাত হাতে ধরা ঘুঁচে যায় ব্যবধান l
ব্যবধান ঘুঁচে গিয়ে অঙ্কের হাতে খড়ি
বাংলার সব শিশু এসো ধারাপাত পড়ি l