ঐ জলে আজ ঢেউ উঠেছে
ঢেউ উঠেছে গাঙের জলে
মরা নদী বলতো লোকে
বলতো মরা সদলবলে l


হলো মানুষ বোকা ভোটে
হলো বোকা পঞ্চায়েতে
আবার বোকা পৌর ভোটে
প্রার্থীরা সব নিজেই জেতে l


ছাপোষা সব নিজের টানে
বোমা পটকা দেখে পালায়
গোলাগুলি ছুটলো যখন
ভোটটা ছেড়ে জীবন বাঁচায় l


মরল যখন ভোট বাবু এক
মানুষ সবার টনক নড়ে
আন্দোলনে আন্দোলনে
নিজের ভোটের গরজ বাড়ে l


ভয় পেয়ো না এবার মোটেই
নিজের ভোটটা নিজেই দিবো
ভোট বাবুদের সঙ্গে থেকে
বুথে জোয়ান বুঝে নিবো l


ঘর থেকে সব বাইরে এসো
উৎসবের এই মহান খেলায়
নিজের ভোটটা নিজে দেয়া
কেন্দ্র পুলিশ বুথ পাহারায় l


গাঁয়ে গঞ্জে মরা স্রোতে
জোয়ার আসে মানব মনে
ঢেউ উঠেছে গাঙের জলে
নেয় অধিকার রত্ন ধনে l