ফেসবুকে নিজের প্রোফাইলে যখন যাওয়া হয় সেখানে একটি বিষয় থাকে, কতজন ফলো করছে সেটি জানা যায়। ব্যক্তিগত জীবনে যদিও এই ফলো করার বিষয়টিকে ভালো চোখে দেখা হয় না, কারণ সেটি ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ হিসাবে মানা হয় l কিন্তু সোসাল সাইটগুলিতে, কবিতাচর্চা, কবিতার আলোচনা বা অন্য সাংস্কৃতিক কর্মভিত্তিক আসরগুলিতে এই ফলো করা বিষয়টিকে সফলতার সূচক হিসাবে মানা হয়। যার ফলোয়ার যতো বেশি, তিনি ততো সফল বা জনপ্রিয় এমন মানা হয়। আসরে যোগদানের পর থেকে দেখছি, যাঁরা আসরে নিয়মিত লিখছেন, তাঁদের বেশ কিছু ফলোয়ার তৈরি হয়েছে l তাঁরা নিয়মিত সেই লেখাগুলি পাঠ করছেন, মন্তব্য করছেন l দু একটি শব্দ থেকে দু একটি বাক্য, তারপর ধীরে ধীরে অনেক মন্তব্যকারীর লেখার ধার বেড়েছে, ভার বেড়েছে, আকার বেড়েছে, পর্যবেক্ষণশক্তি বেড়েছে। এর মধ্যে দেখলাম, কিছু মন্তব্যকারী কবি কিছু কবিতাও আলোচনা করেছেন এবং ভালো আলোচনা করেছেন। এর ফলে আলোচনা পাতাটি বেশ জমে উঠেছে l


আসরে নিয়মিত কবিতা প্রকাশ করে, অন্যের কবিতা পাঠ ও আলোচনা করে আসরের কবিদের যে অভিজ্ঞতা হচ্ছে সেই সুবাদে হোক, বা পরস্পরকে দীর্ঘদিন যাবৎ ফলো করার অভিজ্ঞতা থেকে হোক, বা অন্য কোনোভাবেও হতে পারে, পরস্পরের লেখার ধরন, আলোচনার ধরন সম্বন্ধে কবিদের মোটামুটি একটি ধারণা তৈরি হয়ে যাচ্ছে, এবং এই ধারনা অনেকটাই সত্যের কাছাকাছি l


সম্প্রতি আমার করা একটি কবিতা-আলোচনায়  (২৫-০৮-২০১৭) তাঁর মন্তব্যে আসরের নিয়মিত কবি সমীর প্রামাণিক, একটি কবিতা আলোচনার জন্য নির্বাচন করার পুর্বে একজন আলোচককে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সে ব্যাপারে তাঁর যে ধারণা বা অনুমান, সেটি ব্যক্ত করেছেন, যেটা অনেকটাই সত্যি বলে মনে হয়, অন্তত আমার ক্ষেত্রে। তিনি লিখছেন, "আলোচক মহাশয় অনেক সময় দিয়ে কবিতার পাতাটিকে যে নিরীক্ষণ করেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি যে কবিতাটি পছন্দ করেন তাঁর আলোচনার বিষয় হিসাবে, তা অত্যন্ত ভাল হয়। এই কাজটির জন্য তাঁকে অনেকটা সময় নিয়ে, অনেক কবিতা পাঠ করতে হয় ধৈর্য সহকারে। এই পরিশ্রমই বেছে দেয় সুন্দর কবিতাটি।"


এই মন্তব্য অনেকটাই সত্যকে ছুঁয়ে ফেলেছে l তার সঙ্গে আছে আনুষঙ্গিক কিছু বিষয় l আলোচনার জন্য কবিতা নির্বাচনের একটি মানদণ্ড থাকে নতুন কবিকে স্পর্শ করা l নতুন অর্থাৎ যে কবির কবিতা আলোচনা করা হয় নি l কিছু কবিতা যেগুলি বিশেষভাবে মন ছুঁয়ে যায়, তেমন ক্ষেত্রে যে কবির কবিতা পুর্বে আলোচিত হয়েছে, তাঁর কবিতা পুনরায় আলোচনা হয়ে যায় l


কবি সমীর প্রামাণিক অনেকটাই ঠিক বলেছেন, একটি কবিতা আলোচনার জন্য নির্বাচন করার পুর্বে অনেকগুলি কবিতা পড়তে হয়। এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। দশ পনের হতে পারে, আবার কখনও একটি দুটিতেও হয়ে যায় l তারপর একটি কবিতা হয়তো সেদিন আলোচনার মতো পাওয়া গেল। যে কবিতাগুলি পেরিয়ে গেলাম, সেই কবিতাগুলি ভালো কবিতা নয়, আলোচনাযোগ্য ছিল না, বিষয়টি কিন্তু এমন নয়। আসলে বিশেষ একটি দিনে, আলোচকের বিশেষ এক মনের অবস্থায়, এক একটি কবিতার ভাবের সঙ্গে আলোচকের কবিতাবোধের শক্তির রসায়ন এমন মিলে যায়, যে সেদিন সেই কবিতাটাই আলোচনা হয়ে যায় l এমনও হয়েছে একটি কবিতা আলোচনার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবার পর সেই কবিতার আলোচনা কিছুদূর এগিয়ে নিয়ে গিয়ে, পরে আলোচনাটি সন্তোষজনক হচ্ছে না দেখে, কিংবা বাঞ্ছিত পথে এগুচ্ছে না বলে, সেটি পরিহার করতে হয়েছে l অন্য আর একটি কবিতা ধরতে হয়েছে l এরকম কিছু ব্যর্থ প্রয়াসও থাকে l
তাহলে বিষয়টি এরকম দাঁড়ায়, একটি কবিতা আলোচনা করার জন্য নির্বাচন করতে গিয়ে বেশ কিছু কবিতা পড়া হয়ে যায় l এটি যেমন একটি ভালো দিক, তেমনই আলোচিত কবিতাটি আলোচনার পেছনে যে পরিশ্রম দৃষ্ট হয়, তারও পেছনে অনেক নিষ্ফলা পরিশ্রম থাকে, সেটিও একটি বিষয় l


আবার যে কবিতাটি আলোচিত হয় তার পাঠোদ্ধারের জন্য কবিতাটি বেশ কয়েকবার যে পড়তে হয় - এটা বলা বাহুল্য l এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত যখন একটি কবিতার ওপর আলোচনা শেষ হয়, তখন নিজের মধ্যেই একটা সন্তোষ আসে l এটা সম্ভবত সকলের জন্যই সত্য l তারপর যখন সেই আলোচনার ওপর অন্য কবিবন্ধুদের মূল্যবান গঠনমূলক মন্তব্য আসে, তখন সেই খুশির মাত্রা বেড়ে যায় l বিরূপ মন্তব্য আসলেও খারাপ লাগে না, যখন সেটা তথ্যনিষ্ঠ এবং যুক্তিপূর্ণ থাকে l কিন্তু যখন অযৌক্তিক, তথ্যহীন, দায়সারা বিরোধীতা হয়, তখন বিরক্তি আসে l যদিও আসরে এই শেষোক্ত শ্রেণীর মন্তব্য একেবারেই কম l
তবে কোনো কবিতা আলোচনার পর সেই কবিতার যিনি কবি, আলোচনার ওপর তাঁর প্রতিক্রিয়া না পেলে, কেমন যেন একটা অস্বস্তি হয় l এই কথাটা আগেও ভিন্ন একটি আলোচনায় বলেছি l বিষয়টি শুধু একটি মন্তব্য বেড়ে যাবে, তার জন্য বলা নয় l কবিতাটির স্রষ্টা যিনি, তাঁর মতামতের একটি স্বতন্ত্র মুল্য আছে l এক্ষেত্রে কবি তাঁর কবিতাটি যে আলোচিত হয়েছে এটা বুঝবেন কেমন করে, সে প্রশ্ন এসে যায় l অ্যাডমিনের তরফ থেকে সুন্দর ব্যবস্থা করা হয়েছে l কবিতাটির পাতায় আলোচনার সূচনা আসছে l আলোচনার পাতায় যাবার লিঙ্ক থাকছে l কিন্তু সমস্যা হচ্ছে লিঙ্কটি পাতার মাঝখানে থাকলেও, সেটি কিছু কবির চোখ এড়িয়ে যাচ্ছে l বাস্তবেই যে এটা হচ্ছে, কিছু কবি সেটা স্বীকারও করেছেন l যদি লিঙ্কটিকে  কবিতার পাতার ওপরের দিকে যেখানে অন্য সূচনাগুলি থাকে, সেখানে স্থানান্তর করা সম্ভব হয়, তাহলে বোধ হয় সূচনাটি সার্থক হয় l


আসরের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই l সকলে ভালো থাকুন, ভালো লিখুন l