প্রেমে পড়ার বয়স বয়সন্ধিকাল l বিপরীত লিঙ্গের প্রতি একটা অবুঝ আকর্ষণ জাগে l এই আকর্ষণকে কবিতার বিষয় করেছেন কবি মীর মামুন হোসেন "অবুঝ মন" রচনায় l


ছেলেদের অভ্যাস হলো চলাচলের পথের ধারে একটি বিশেষ স্থানে বসে আড্ডা দেওয়া l এমন একটি স্থান যেখান থেকে পথচলতি মেয়েদের ওপর নজর রাখা যায় l সেই মেয়েদের মধ্যেই হয়তো বা থাকে বিশেষ পছন্দের একজন l তার আগমনের অপেক্ষা করা l তার দিকে ইশারা করে কিছু বার্তা ছুঁড়ে দেয়া এইসব চলতে থাকে l অবশ্য সবক্ষেত্রেই বিষয়টি সুখকর হয় না l আপত্তিকর কিছু ইশারা বা ইঙ্গিত হলে তা ইভ টিজিং বলে গণ্য হয় এবং সেক্ষেত্রে বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হয় l
কিন্তু যেখানে আগুন দু দিক থেকেই জ্বলে,  সম্মতি উভয় দিক থেকেই থাকে,  সেখানে প্রেমের জন্ম হয় এবং এমন অনেক কিশোর প্রেম গল্প কবিতা উপন্যাসের বিষয় হয় l কিছু এমন প্রেম দীর্ঘায়ু হয়ে বিয়ে পর্যন্ত এগোয় l


বর্তমান রচনায় পাই স্কুলে যাবার সময় একটি মেয়ে প্রতিদিনই লক্ষ্য করে নতুন বাজার মো‌ড়ে একটা ছে‌লে দাঁড়ি‌য়ে থা‌কে l তার মনে হয় ছেলেটি তার জন্যই দাঁড়িয়ে থাকে l দুর থে‌কে ইশারা‌তে সেই ছেলেটি তাকে যেন কিছু বলতে চায় l কি বলতে চায় সে ? মেয়েটির মনে হয় ছেলেটি তাকে ভালোবাসে l সেই কথাই সে বলতে চায় l কখনো বা ছেলেটি ‌কি‌রিং কি‌রিং বেল বা‌জি‌য়ে‌ তার পি‌ছে পি‌ছে ‌চ‌লে ।
ছেলেটিকে মেয়েটির খারাপ লাগে না l তার ইশারাগুলিকেও সে খারাপভাবে নেয় না l সেও তার প্রেমে পড়তে চায় l তার মনও অবুঝ l কিছু না বুঝেই ছেলেটিকে তার ভালো লেগে যায় l কিন্তু কিভাবে সে বিষয়টিকে সামলে উঠবে, কেমন করে ছেলেটির সঙ্গে ভাব বিনিময় করবে তা বুঝে উঠতে পারে না l এ বিষয়ে সে তার মেয়ে বন্ধুর পরামর্শ চায় l


ছেলেটি একটি ‌ছেড়া ফাটা জি‌ন্সে'র প্যান্ট ও ‌টি শার্ট প‌ড়ে থাকে l দেখতে খারাপ লাগে না l বরং ভালোই লাগে l  এখন তো ওটাই ফ্যাশন l বেশ একটা হিরো হিরো ভাব l তার জন্য মাতাল হয়ে যেতে ইচ্ছে করে মেয়েটির l এই ইচ্ছে সামলানো তার পক্ষে কঠিন হয়ে যায় l


ছেলেটি কালো একটা চশমা মাথায় গু‌জে রা‌খে l তার হাতে থাকে অাইফোন টেন l পুরো যেন সিনেমার নায়ক l একটি টিন এজার মেয়ে একটি ছেলের কাছ থেকে এর চেয়ে  বেশি আর কি চাইতে পারে ?  তার প্রেমে পাগলপ্রায় হয়ে পড়ে মেয়েটি l জোয়ারের টানে সে যেন জলের তোড়ে ভেসে চলে ছেলেটির দিকে l এই প্রেমকে সে অস্বীকার করতে পারে না l ছেলেটিকে সে নিজের মতো করে পেতে চায় l

কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ii


##
‌প্যাট - প্যান্ট
‌সদায় - সদাই