পৃথিবীর এখন বড়োই দুঃসময় l চারিদিকে অশান্তি l মানুষে মানুষে সংঘাত l হিংসার আক্রমণে সভ্যতা জ্বলছে l আক্রমণ প্রতি আক্রমণে প্রতি মুহূর্তে মানুষ ব্যতিব্যস্ত l এই দুঃসময়ে শান্তির খুব প্রয়োজন l কবি স্বপঞ্জয় চৌধুরী এই অসহনীয় অবস্থার নিরসনে, এই দাবদাহ নিরসনে এক পশলা বৃষ্টি চেয়েছেন l চেয়েছেন মানুষের মনে শুভবোধের উদয় হোক l মূল্যবোধ্যের উদয় হোক l লোভ কামনা বাসনা - যা প্রতি মুহূর্তে মানুষকে একটা লড়াইএ প্রবৃত্ত করছে, সেই প্রবৃত্তি অবদমিত হোক l পরস্পরের প্রতি মঙ্গলকামনায় সকলে উদ্দীপ্ত হোক l শান্তির শীতল বারিপাতে পৃথিবীর দাবদাহ প্রশমিত হোক l আর আক্রমণ নয়, শান্তিবোধের দ্বারা উদ্দীপ্ত হয়ে মানুষ পৌঁছে যাক প্রকৃতির কাছে l যেখানে প্রকৃতির অপর সকল প্রাণী একটা সহাবস্থানের নীতিতে পবিত্র শীতলতাকে আপন করেছে, মানুষও তার দ্বারা উদ্দীপ্ত হোক, মানুষের বুকে একটু প্রশান্তি আসুক l পৃথিবী জুড়ে এই অশান্তি বিতাড়িত হয়ে এক পশলা শান্তির বৃষ্টিতে, মানুষের মনে শুভবুদ্ধির উদয়ে এই দাবদাহ প্রশমিত হোক l


সুন্দর রচনার জন্য কবিকে জানাই আন্তরিক শুভকামনা  !!