নর নারীর পরস্পরের প্রতি আকর্ষণ প্রকৃতি প্রদত্ত l তার ওপর প্রযুক্ত হয় সামাজিক অনুশাসন l সেই অনুশাসন এর মধ্যে থেকেও কিশোর বয়স থেকে পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করার পর পরস্পরকে কাছে পাবার জন্য উভয় তরফে সক্রিয়তা লক্ষ্য করা যায় l এক্ষেত্রে নানা ছলা কলার ব্যবহার চলে l এই ছলা কলা ব্যবহারের ক্ষেত্রে বালকেরা বেশি সক্রিয় l তারা নানা প্রলোভন দেখায় l ইচ্ছাপূরণ, স্বপ্নপূরণ, অধরাকে ধরে দেবার আশ্বাস দেয় l বালিকারা সরলবিশ্বাসে সেগুলি গ্রহণ করে l কেউ করে না l সামলে নেয় নিজেদেরকে l যারা করে তাদের বিচিত্র অভিজ্ঞতা হয় l কোথাও প্রকৃত প্রেম গড়ে ওঠে l কোথাও থাকে শুধুই ছলনা ও বিশ্বাসের হত্যা l কঠিন মূল্য দিয়ে বালিকাদের সেই ভুল সংশোধন করতে হয় l


কবি আলোকিত অন্ধকার 'ঢং' শীর্ষক রচনায় যুগ যুগ ধরে নারী এবং পুরুষের মধ্যে এই যে পারস্পরিক আকর্ষণবোধ, তার যে রসায়ন - খুব অল্প কথায় ব্যঞ্জনাময় ভঙ্গিতে তা উপস্থাপন করার প্রয়াস করেছেন l
বালক অর্থাৎ পুরুষ যখন একজন নারীর প্রতি আকৃষ্ট হয় তখন তাকে কাছে পাবার জন্য সে নানা ফন্দি করতে শুরু করে l তার কাছে ভালোবাসা প্রাথমিকভাবে দেহজ l ফলে নানা ফন্দি ফিকির করে সে চেষ্টা করে সেই নারীকে দৈহিকভাবে কাছে পেতে l এর জন্য সে কৌশল করে l আমাদের সমাজ পুরুষতান্ত্রিক l পুরুষেরা নারীর তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করে l বাইরে যাবার ব্যাপারে, যে কোনো স্থানে যে কোনো সময় যাবার ব্যাপারে তারা অনেক স্বাধীন l মেয়েদের সবসময় একটা বিধিনিষেধের মধ্যে দিয়ে চলতে হয় l ইচ্ছা হলেই যে কোনো সময় তারা বেরুতে পারে না l সর্বদা অভিভাবকেরা তাদের আগলে রাখেন l ফলে মেয়েদের মধ্যে একটা অতৃপ্তিবোধ কাজ করে l সর্বদা শাসনের এই বেড়ি, স্বাধীনতার এই অভাব, মনমতো বাহিরকে দেখতে না পাবার এই  জ্বালা তাদের মধ্যে কাজ করে যায় l
পুরুষজাতি নারীর এই দুর্বলতাকেই অস্ত্র করে l তাকে আকাশ দেখার প্রলোভন দেখায় l অর্থাৎ যে বিষয়গুলি নারীর কাঙ্খিত, কিন্তু সামাজিক অনুশাসন, পারিবারিক বেড়াজাল, অভিভাবকদের রক্তচক্ষু যা তার নাগালের বাইরে নিয়ে গেছে, পুরুষ প্রেমিকের বেশ ধরে সেই বিষয়গুলি আস্বাদের প্রলোভন দেয় l নারী সরলবিশ্বাসে সেই প্রলোভনে পা দেয় l
শুধু আকাঙ্খা পূরণের তাগিদ নয়, নারীর কাছে বিশ্বাস ও ভালোবাসা বিষয়টিও গুরুত্বপূর্ণ l সমাজ, পরিবার, অভিভাবকদের শাসনের আতিশয্যে কোথায় যেন ভালোবাসার ঘাটতি দেখে সে l সেই ভালোবাসার ডাক যখন কোনো প্রেমিক পুরুষের কাছ থেকে আসে, স্বাভাবিকভাবেই তা সেই নারীর দেহ মনে কাজ করে যায় l সে ভালোবাসার বিষয়টিকে পরখ করে দেখতে চায় l পুরুষ সেটিকেই অস্ত্র করে l নারীকে আরো কাছে চায় l আরো কাছে নিয়ে এসে তার দেহজ কামনা পূরণের প্রয়াস করে l
যুগ যুগ ধরে নারী পুরুষের মধ্যে এই খেলা চলে আসছে l কোথাও জন্ম নিচ্ছে অমর প্রেমগাথা l কোথাও শুধুই ছলনা ও বিশ্বাসঘাতকতা l


সুন্দর ছোট্ট কবিতার জন্য কবিকে জানাই আন্তরিক অভিনন্দন !!