মানুষ প্রকৃতি ঈশ্বর এর সহাবস্থানে এই অস্তিত্ব l জীবনের মোটা প্রয়োজন মিটে গেলে মানুষের মন কখনো প্রকৃতি, কখনো বা ঈশ্বরের দিকে ধাবিত হয়, মন প্রকৃতি ও ঈশ্বর নিয়ে ভাবিত হয় l
প্রকৃতির নানা উপাদান l কখনো অসীম জলরাশি তার অনন্ত পরিসীমায় মানুষের মনকে আবিষ্ট করে রাখে l কখনো জ্যোৎস্না রাতের প্রকৃতির মাঝে হারিয়ে যায় মানুষের সৌন্দর্যপিপাসু মন l আর সব কিছুর ওপরে রয়েছেন ঈশ্বর যার ওপর বিশ্বাস এবং যার উপলব্ধি শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীতে কতো না ইতিহাস রচনা করে চলেছে l


কবি সুবীর কাস্মীর পেরেরা "জল জোছনা দেবী" রচনায় পুরোনো পথ ধরে মানুষের এই হেঁটে চলার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন l তবে এই অভিজ্ঞতা সর্বদাই সুখকর হয় নি l ঘুমহীন চোখে জোছনার রাতে মেঠো পথে হেঁটে তিনি মানুষের ভালোবাসার সন্ধান করে ফিরেছেন l কবি লক্ষ্য করেছেন, পৃথিবীতে ভালোবাসার সেই কদর আর নেই l পয়সার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় l মানুষের যেখানে সমাগম, সেখানে ভালোবাসার লেনদেন হয়, অল্প কিছু অর্থের বিনিময়ে ভালোবাসা মেলে l সেই মেকি ভালোবাসা দিয়েই কবি কবিতা রচনা করতে শুরু করেন l স্তবকের পর স্তবক রচনা করে চলেন l এভাবেই কবিতার বাঁধনে শতাব্দীর ভালোবাসার ইতিহাস রচিত হয় l


কবি উপলব্ধি করেন, শুধু ভালোবাসা নয়, এই জগৎ সংসারে ঈশ্বরও কেনা বেচা হয় l মন্দিরে বাজারে অর্থের বিনিময়ে সেটাও সুলভ l মানুষের ঈশ্বরবিশ্বাসী মন একথা মেনে নিতে চায় না l তার বিশ্বাসবোধের জোরে সে বিষয়টির পরীক্ষা প্রার্থনা করে l যখন তিনি সেই পরীক্ষার মধ্যে দিয়ে যাবার মতো সাহস সঞ্চয় করেন, চৈত্রের খরতাপে, ঘোর বিপদের দিনে ঈশ্বরের থেকে এককণা করুণা প্রাপ্ত হন তিনি l একার পৃথিবীতে একক উপলব্ধিতে ঈশ্বরকে নিজের মতো করে পান তিনি l তিনি ঈশ্বরকে বুঝতে চেষ্টা করেন l ঈশ্বরও যেন তাঁর ভাষা, তাঁর বক্তব্য বুঝতে পারেন l


এই অনুভব উপলব্ধির মধ্যেই কবির আবার মনে হয় এই বিশ্বপ্রকৃতি, তার নিয়ন্ত্রক ঈশ্বর যেন প্রতিনিয়ত একের থেকে আর একজনের কাছে চলে যাচ্ছেন l হাত বদল হচ্ছে ক্রমাগত l কেউই মন তৃপ্ত করে প্রকৃতিকে বা ঈশ্বরকে পাচ্ছেন না l সকলের দেহ মন অতৃপ্ত থেকে যাচ্ছে l স্বার্থদীর্ণ এই জগতে কোনোখানেই যেন মানুষের মন পুরোপুরি ঈশ্বরে স্থিত হতে পারছে না l সেটাই যেন তার নিয়তি হয়ে গেছে l


ঈশ্বরের অপ্রাপ্তিতে এই পৃথিবী, এই জগৎ সংসার মানুষের কাছে এক শূন্য বিরান ভূমিতে পরিণত হয়েছে l এখন প্রয়োজন পুন্য জলে স্নান করে শুদ্ধ হবার l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!