প্রেম এক দুর্লভ অনুভব এবং অভিজ্ঞতা l এ হলো এমন একটি বোধ যা কারো কারো মধ্যে সহজেই জাগে, আবার অনেক কারণ থাকলেও কারুর মধ্যে জাগে না l প্রাপ্তির দিক থেকে তাই বলা যায় কেউ বা অতি সহজেই প্রেম পেয়ে যান, প্রিয় মানুষটি এসে সহজেই ধরা দেয়, কারো ক্ষেত্রে ভাগ্য অতটা অনুকূল নয়, প্রিয় মানুষটির সন্ধান পেতে জীবন অতিবাহিত হয়ে যায় l মাঝে এমন বহু বিষয় ঘটে যায়, যা জীবনে প্রেম আসার পক্ষে উপযুক্ত ছিল, কিন্তু অন্য বহুজনের ক্ষেত্রে যে পরিস্থিতি প্রেম উত্পাদনক্ষম, বিশেষ কারো ক্ষেত্রে এমনটা নাও হতে পারে l


"প্রেম জাগেনি" রচনায় কবি গাজী তারেক আজিজ এমনই এক মানুষের কথা বলেছেন মনের মধ্যে প্রেমের ভাব উদয়ের প্রশ্নে, বা অপরের কাছ থেকে প্রেম প্রাপ্তির প্রশ্নে যার ভাগ্য অতটা সদয় নয় l রাতে চাঁদের লুকোচুরি খেলা এক রোমান্টিক পরিবেশ রচনা করে l এমন পরিস্থিতিতে মনের মধ্যে প্রেম জেগে ওঠা, বিশেষ কোনো একজনের প্রতি মন দুর্বল হওয়া, তাকে প্রেম নিবেদন করা - এগুলি স্বাভাবিক ঘটনা l চাঁদনী রাত প্রেমিকদের বিশেষ পছন্দের মুহূর্ত l এসময় তারা মনের মধ্যে এক অদ্ভুত রোমান্টিক অনুভব পায় এবং পরস্পরের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করে যা তাদের কাছে নিয়ে আসে l কিন্তু এর মাঝেও কিছু মানুষ আছেন যারা অতটা রোমান্টিক নন l জীবনের মোটা অনুভূতিগুলো তাদের এমন আবর্তে জড়িয়ে রাখে, যার থেকে তারা বেরুতেই পারে না l প্রেম এক সূক্ষ্ম অনুভূতি যা তাদের নাগালের বাইরে থেকে যায় l সুন্দর চাঁদনী রাত তার প্রেমের মোহজাল বিস্তার করে জগতকে আবিষ্ট করে l প্রেমিক প্রেমিকা পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে প্রেমসমুদ্রে ভেসে যায় l কিন্তু কিছু কাঠখোট্টা মানুষ এর স্বাদ থেকে বঞ্চিত থেকে যান l ব্যক্তিগত কিছু অসম্পূর্ণতা, উপযুক্ত আবেগের অভাব এবং যুক্তি, তর্ক ও বাস্তবতার ভ্রমবোধ জীবনের এক অনন্য পাওয়া থেকে তাদের বঞ্চিত করে রাখে l এক অকারণ জীবনবিরোধী না ভালো লাগার বোধ তাদের গ্রাস করে l তার মধ্যেই আবর্তিত থেকে জীবনে প্রেমের আগমনের পথ তারা রুদ্ধ করে রাখেন l
জীবন সর্বদা এক গতিতে চলে না l অনেক উথ্থান পতন আসে জীবনে l অনেক ঝড় ঝাপটা আসে, সেগুলি সামলে নিতে হয় l এমন দুর্যোগের মুহূর্তে বিপদ থেকে উদ্ধার পাওয়াটা প্রাথমিক চাওয়া হয়ে ওঠে l প্রেম ভালবাসার আবেগ সাময়িকভাবে যেন চাপা পড়ে যায়, কিছুটা উপেক্ষিত থাকে l কিন্তু যথার্থ প্রেমিক হৃদয় থেকে প্রেম কখনোই বিদায় নেয় না l জীবনের সব গতিতেই প্রেম তাদের ছুঁয়ে থাকে l কিন্তু যে মানুষটির কাছে প্রেমবোধ অজানা, না ভালোবাসতে জানেন, না ভালবাসা পেয়েছেন কারুর কখনো, তাদের ক্ষেত্রে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি শুধু মনের রুক্ষতা প্রকাশ করার এক অজুহাত হয়ে দাঁড়ায় l এই রুক্ষতা তাদের প্রেমপ্রাপ্তির পথে বাধাস্বরূপ হয়ে দাঁড়ায় l এইভাবে জীবনের সকল পরিস্থিতিতেই প্রেম তাদের অধরা থেকে যায় l


কবিতাটির মূল কথা হলো যে ব্যক্তি তার নিজের মধ্যে প্রেমবোধ জাগিয়ে তুলতে পারে না সে অপরের কাছ থেকে প্রেম পাবার উপযুক্ত নয় l যে ভালোবাসতে জানে না, সে অপরের ভালোবাসা পায় না l পেলেও তাকে চিনে উঠতে পারে না, তার মর্যাদা দিতে পারে না, ফলে জীবনে ভালবাসা এলেও সেই ভালোবাসাকে সে ধরে রাখতে পারে না l ভালোবাসা এক পারস্পরিক বিষয়, একতরফা নয় l একপক্ষের শীতলতা, বা সংবেদনশীলতার অভাব ভালবাসার পথের বাধা হয়ে যায় l


জগতে প্রেমের অনন্য নজির গড়েছেন সম্রাট শাজাহান এবং তাঁর স্ত্রী মুমতাজ মহল l এই পারস্পরিক প্রেমগাথা ইতিহাসে স্থান পেয়েছে l স্ত্রীর প্রতি তাঁর ভালবাসাকে অমর করে রাখার জন্য শাজাহান তাজমহল গড়েছেন l তাজমহল শুধু স্ত্রীর বিয়োগব্যথার সৃজন নয়, স্ত্রীর প্রতি অনন্য প্রেমের নিদর্শন l যুগ যুগ ধরে পৃথিবীর যতো প্রেমিকযুগল, তাজমহল দর্শন করে চলেছেন এবং শাজাহান মুমতাজের প্রেমকে অমরত্ব দিয়ে চলেছেন l শাজাহানের দুঃখের এক ফোঁটা চোখের জল প্রেমসৃষ্ট তাজমহলের কারণে জগতের সকল প্রেমিকের থেকে এক ফোঁটা অশ্রু আদায় করে নিয়েছে l চিরকালের জন্য l


যারা প্রেম দিতে জানে, প্রেম অতি সহজেই তাদের কাছে ধরা দেয় l কঠিন কঠোর হৃদয় যাদের, প্রেম দিতে পারে না, তাদের কাছে প্রেম অধরা থেকে যায় l কারো ভালোবাসা পায় না তারা l


সুন্দর রচনার জন্য কবিকে জানাই অভিনন্দন !!