'সমাজ' কবিতায় কবি আনিসুল হক লিখন অল্প কথায় বর্তমান সমাজের লেখচিত্র তুলে ধরেছেন l
সমাজের বর্তমান রূপে কবি ব্যথিত l তার চলন সহজ সরল নয় l বাঁকাচোরা l সমাজ স্পষ্টত দুটি ভাগে বিভক্ত l সবল এবং দুর্বল l সবলের কাজই হলো কারণে অকারণে দুর্বলের ওপর অত্যাচার করা l সমাজজীবনের মাধুর্য এতে করে নষ্ট হয়েছে l সকলের মিলিত জীবনযাপনের সুখ আনন্দের ছন্দ পতন হয়েছে l সবল মানুষদের এই বাঁকা আচরণ দুর্বল মানুষদের জীবন থেকে আনন্দের সব রঙ কেড়ে নিয়ে তাদের জীবনকে বিবর্ণ, দুঃসহ করে তুলেছে l কিছু ব্যক্তি আছেন যারা শক্তিমান ক্ষমতাশালী লোকেদের সর্বদা তোষামোদ করে চলেন l চামচাগিরির দ্বারা, ভন্ডামির দ্বারা তারা সমাজকে আরো কলুষিত করছেন l তাঁরা এক লোকদেখানো কৃত্রিম সমাজ গঠন করেছেন যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষদের কোনো মূল্য নাই l কিছু সবল মানুষ, তাদের কিছু চাটুকার, কাজী, মোড়ল - সকলে মিলে সমাজটাকে শোষণ করে চলেছেন l কিছু লোকদেখানো সমাজকল্যাণমূলক কাজ করে তাঁরা সমাজের চোখে নিজেদের মহান করে তুলে ধরতে চাইছেন l তাদের ভন্ড জীবনযাপন মানুষের কাছে আজ স্পষ্ট l সেই বঞ্চিত নিপীড়িত সমাজের প্রতিনিধি হয়ে কবি এই শোষকশ্রেণীর বিনাশ চাইছেন l সুন্দর সমাজ গড়ার শপথ নিয়েছেন l মানুষকে তার প্রকৃত মর্যাদা দেবার সংকল্প গ্রহণ করেছেন l মানুষকে সঙ্গে নিয়ে সমাজ পুনর্গঠনের কথা ভেবেছেন l বর্তমান অন্ধ, দ্বন্দ্বদীর্ণ সমাজকে শোধন করে, তার যত দুর্বলতা, কুসংস্কার দূর করে সব মানুষকে সঙ্গে নিয়ে শুদ্ধ সমাজ গড়ার পথে চলতে চান কবি l এভাবেই সকলের জীবনে সুখ আসবে l কবি এরকমই এক সুন্দর জীবন-আনন্দে ভরপুর সমাজের স্বপ্ন দেখেন l
সুন্দর জীবনমুখী কবিতার জন্য কবিকে জানাই অভিনন্দন !