জীবনপথ বড়ো জটিল l প্রেমের পথ আরো l হিসাব করে সবকিছু মেলে না এখানে l সাত সতেরো হিসাব এখানে অচল l যারা সর্বদা হিসাব করে প্রেমের পথে এগুতে চায়, তারা পিছনে পড়ে যায় l সঙ্গী সাথী স্বজন পরিজন সাথ ছেড়ে দেয় তাদের l


প্রেম হলো এক অনির্দিষ্ট নিরুদ্দেশের পথে যাত্রা l ভোলামন যুগলের পরষ্পর নিবেদিতপ্রাণ বেহিসেবী যাত্রাপথ l হিসেবী মন এখানে বাতিল, পরিত্যাজ্য l
"তেজপাতা রঙের প্রেম" রচনায় কবি শফিক নহোর এমনই এক জীবন অভিজ্ঞতা মেলে ধরেছেন l প্রেম বিশেষ কোনো একটি রঙ নয়, জীবনের সব রঙে রাঙা l হিসেবের তেজপাতা রঙ দিয়ে প্রেমকে যারা মাপতে চায়, চিরকাল প্রেম তাদের কাছে অধরা থেকে যায় l সাত সতেরো যোগ বিয়োগে শেষ পর্যন্ত তাদের কপালে শূন্য জোটে l বিশাল পৃথিবীতে তারা নিজেদের একা দেখে l প্রেমশূন্য, বন্ধুশূন্য নিঃসম্বল অবস্থায় দিন কাটে তাদের l জনসমাজে যেন পথের পথিক l চারিদিক অন্ধকারময় হয়ে ওঠে তাদের জন্য।


এক বিশেষ হিসেবী রঙে প্রেমকে পেতে গিয়ে যোগফল শূন্যে পৌঁছায় l চারপাশে স্বজন পরিজন সব পর হয়ে যায় l সময় কাটে হা-হুতাস করে l সাত সতেরো হিসাব সাত সতেরো ভাবনার দিকে ঠেলে দেয় l শুন্য ভূবণ, শুন্য মানব, উদাম পৃথিবী নিয়তি হয় তাদের l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা .....