জীবনের এক একটি অভিজ্ঞতা মানুষকে অনন্য জীবনদর্শনের সন্ধান দেয় l কবি প্রবীর চ্যাটার্জীর "খামাকা ব্যথার বিষ খাসনে" শীর্ষক লিমেরিকটি জীবনমুখী এমনই এক দর্শনের কথা বলে l যেমনটি জীবনের ক্ষেত্রে, তেমনই শিল্প সাহিত্য সাধনার ক্ষেত্রেও চলার পথ সদা মসৃণ থাকে না l কিন্তু শেষ পর্যন্ত সত্য জয়ী হয় l সত্যই পূর্ণতা পায় l বাধা-বিপত্তি সৃষ্টির যাত্রাপথকে অমসৃণ করে তোলে l ভাগ্য, নিয়তি বিরুদ্ধাচরণ করে l মানুষকে পুতুলজ্ঞান করে বিভ্রান্ত করার চেষ্টা করে l কিন্তু প্রকৃত সাধক কখনো সাময়িক ব্যর্থতায় মুষড়ে পড়েন না l সত্যকে অবলম্বন করে নিরাশাকে তিনি জয় করেন l ন্যায়ের পথ, সত্যের পথ এই মায়াময় জগতেও তাঁকে অভীষ্টের দিকে নিয়ে যায় l


লিমেরিকটিতে এককথায় বলতে গেলে কবি জীবনের জয়গান গেয়েছেন l সেই জীবন যা মানুষকে পূর্ণ করে l সদর্থক জীবনবোধ ছোটখাটো বাধাবিপত্তিতে ভেঙে পড়ার হাত থেকে তাঁকে রক্ষা করে l এই শিক্ষা দেয়, মানুষ ভাগ্য ও নিয়তির দ্বারা নিয়ন্ত্রিত পুতুল নয় l তাঁর নিজের কর্ম, তাঁর অধ্যবসায়, সত্যনিষ্ঠা তাঁর জীবনকে প্রকৃত অর্থেই পূর্ণতার পথে নিয়ে যায় l আত্মবিশ্বাস, বিবেকবোধ মানুষের চালিকাশক্তি l তার নির্দেশ মেনেই তাঁকে এগুতে হয় l বাধাবিপত্তি খড়কুটোর মতো উড়ে যায় l সত্যকে চিরকালের জন্য দমন করা যায় না l


জীবনের এক অনুপম বিষয় হলো যে সকল ঘাত প্রতিঘাত থেকে অনন্য জীবনদর্শন মেলে, সেই ঘাত প্রতিঘাতের বিষয়গুলি অতীত হয়ে যায়, বিস্মরণের গহ্বরে নিক্ষিপ্ত হয়, কিন্তু তার থেকে প্রাপ্ত জীবনদর্শন থেকে যায়, জীবনকে নতুনভাবে গড়ে তোলে এবং প্রতিটি ঘাত প্রতিঘাতের অভিজ্ঞতায় এই গড়ন আরো দৃঢ় হয় l


সুন্দর জীবনমুখী লিমেরিকটির জন্য কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!