ভালোবাসা প্রতিটি মানুষের কাছে এক অনন্য সম্পদ l তা মনকে সর্বদা তাজা রাখে, যেন চির বসন্ত বিরাজ করে মনের অভ্যন্তরে l কিন্তু সকল মানুষ ভালোবাসার সঙ্গে সুবিচার করতে পারেন না l অন্য নানা বিবেচনার প্রকোপে ভালোবাসা উপেক্ষার শিকার হয় l যে ভালোবাসা জীবন ভরিয়ে দিতে পারতো, সেই ভালোবাসাকে ছুঁড়ে ফেলে মানুষ নিজের জীবনকেই অসুখী করে তোলে l
কবি আবির হোসেন 'ভালোবাসা' শীর্ষক রচনায় মানুষ ভালোবাসার প্রতি অবিচার করে কিভাবে নিজের সুন্দর জীবনকে অসুন্দর করে তোলে তার আভাস দিয়েছেন l ভালোবাসা হলো বসন্তের প্রজাপতির মতো l তা মানুষের শূন্য হৃদয়কে ভরে রাখে l কিন্তু তবু বহু মানুষ ভালোবাসাকে মর্যাদা দিতে পারে না l তাকে অসম্মান করে, উপেক্ষা করে, হত্যা করে l এটা করতে তার হৃদয় একটুও কেঁপে ওঠে না l
এই পৃথিবী সদা পরিবর্তনশীল l প্রতি মুহূর্তে বদলায় l বদলায় মানুষ l নিজের প্রকৃত সত্ত্বাকে মুখোশের আবরণে আড়াল করে রাখে l নিজের অজান্তেই সে ছলনার আশ্রয় নেয় l ভালোবাসার জনের সঙ্গে প্রবঞ্চনা করে l
এই পৃথিবীতে এতো এতো কপট মানুষের ভিড়ে প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেমিক পাওয়া সহজ নয় l ভালোবাসার মধ্যে সবাই শান্তি খুঁজে পেতে চায় l কিন্তু পরিবর্তে যা জোটে তা হলো শুধুই বেদনা l কপট প্রেমিক ভালোবাসার নামে শুধুই ছলনা করে যায় l দিনের শেষে জোটে শুধুই বিরহ l বিরহের আগুনে জ্বলে পুড়ে বেঁচে থাকতে হয় l এই জীবনসমুদ্র একা সাঁতরে পার করতে হয় l


মানুষের জগৎ মানুষের পরিচিত l তবু এই পরিচিতির পরিবেশেই বারে বারে সে ছলনা করে ও ছলনার শিকার হয় l প্রেম জোয়ারের মতো আসে, নদী সমুদ্রের মতো জীবনকে ক্ষনিকের জন্য আনন্দস্রোতে ভাসিয়ে তোলে, কিন্তু সেই প্রেমের জোয়ারে ভাটা আসে l শেষ পর্যন্ত প্রেম প্রতাড়িত হয় l ভালোবাসাকে অবলীলায় হত্যা করে মানুষ l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা l