এই আমি ছবি আঁকি দিয়ে তুলি রঙ
ছবি সব হাঁটে চলে করে নানা ঢং l
কোলে ওঠে রাস্তায় ভৌ ভৌ ভুকে
শিবের বাঁদর আঁকি নানা ভুলচুকে l


কাঁধে থাকে ব্যাগ আর হাতেতে কলম
ছবি এঁকে দুখী মনে বোলাই মলম l
রাস্তায় হাঁটি চলি কতো কিছু দেখি
কালি ও কলম ধরে সেই সব স্মৃতি l


আমি হাঁটি আর হাঁটে ভাবনা আমার
ছবি এঁকে ভরে তুলি পকেট জামার l
কথা বলে ওঠে সব আঁকা ছবি যত
কালি ও কলম করে কাজ অবিরত l


কথা দিয়ে ছবি আঁকে কবিমন যারা
আমি তো পারি না সেটি রঙতুলি ছাড়া l
৮১৮